মার্কিন মুলুকে টর্নেডোর দাপট, ১০০-র বেশি মৃত্যুর আশঙ্কা

Sun, 12 Dec 2021-10:33 am,

নিজস্ব প্রতিবেদন: আমেরিকার পাঁচটি স্টেটে রাতভর তাণ্ডব চালাল ভয়াবহ টর্নেডো (Tornado)। ঝড়ের দাপটে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

এই টর্নেডোকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঝড় বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। 

আরও মর্মান্তিক বিষয় হল এই ঘটনায় ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়্যারহাউসে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। সামনেই ক্রিসমাস। কাজের চাপ থাকায় তাঁরা রাতের সিফটে কাজ করছিলেন। এই ঘটনায় শোকজ্ঞপন করেছেন অ্যামাজন প্রধান Jeff Bezos।

Kentucky-র গভর্নর অ্য়ান্ডি বেশেয়ার জানান, সম্ভবত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গিয়েছে। গাছ উপড়ে গিয়েছে। 

 

জানা গিয়েছে, রাতের বেলা যখন টর্নেডো দাপট দেখায় তখন স্থানীয় একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন ১১০ জন কর্মী। আচমকাই ভেঙে পড়ে কারখানার ছাদ। চাপা পড়ে যান সকলে। এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। 

জানা গিয়েছে কেন্টাকেতেই প্রায় ২০০ মাইল এলাকাজুড়ে দাপট দেখায় টর্নেডো। মোট ২২৭ মাইল এলাকায় ঝড়ের দাপট চলে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link