রাত জেগে সম্প্রীতি ও উন্নয়ন যাত্রা সরকারের
পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যেগে বন্ধ থাকা কর্মসূচি নিশিযাপন আবার শুরু হল।
এবার একতাই সম্প্রতি নিশিযাপন কর্মসূচি শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে কালনার দত্তটরিয়া গ্রাম থেকে। তারপর পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুরের আলুরডাঙ্গা গ্রাম হয়ে সোমবার কাটোয়া ২ ব্লকের নন্দীগ্রামে এসে উপস্থিত হয়।
এদিন গ্রামের আদিবাসী পাড়ায় নিশিযাপন করতে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, কাটোয়া ২ ব্লকের বিডিও শমীক পানীগ্রাহী, পঞ্চায়েত সমিতির সভাপতি নিশাদ সামন্ত সহ প্রসাশনিক আধকারীকরা।
রাজ্য সরকারের সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প সম্পর্কে এবং সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে গ্রামবাসীদের জানানোর উদ্দেশে কাটোয়া ২ নম্বর ব্লকের নন্দীগ্রামে নিশি যাপন করলেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু।
জেলা সভাধিপতি নন্দী গ্রামের বাসিন্দাদের সমস্যার কথা তাঁদের মুখ থেকে শোনেন, এবং তার প্রতিকারের ব্যবস্থা গ্রহনের ব্যাপারে আশ্বাস দেন। নন্দী গ্রামের আদিবাসী বাসিন্দারা সরকারের প্রতিনিধিকে নিজেদের কাছে পেয়ে নিজেদের ভাষায় নিজেদের সমস্যার কথা বলতে পেরে খুবই খুশি।