জনপ্রিয় অভিনেত্রী দেবলীনাকে দেখে অশালীন মন্তব্য, এরপরই কি খুন হিরে ব্যবসায়ী?
মুম্বইয়ের হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি খুনে 'সাথ নিভানা সাথিয়া'-র জনপ্রিয় অভিনেত্রী 'গোপী বহু'-কে আবারও আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সে বিষয়ে পুলিস এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে হিরে ব্যবসায়ী খুনে জনপ্রিয় অভিনেত্রীর হাত থাকলে তাঁকে ফের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পুলিস।
হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি খুনে তাঁর গাড়ি চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর
মুম্বইয়ের হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি খুনে তাঁর মক্কেলের কোনও হাত নেই বলে দাবি করেছেন দেবলীনার আইনজীবী, শুধু তাই নয়, অভিনেত্রী এ বিষয়ে কোনওভাবেই জড়িত নন বলেও দাবি করা হয়েছে আইনজীবীর তরফে
রাজেশ্বর উড়ানির খুনের খবর পেয়েও দেবলীনা কেন পুলিসকে খবর দেননি, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিস
রাজেশ্বর উড়ানি খুনে কি সচিনের বন্ধু দিনেশ পাওয়ার-এরও যোগ রয়েছে? সে বিষয়ে খোঁজ শুরু করে পুলিস
১৬ নভেম্বর দেবলীনা ভট্টাচার্যের বাড়িতে হাজির হন রাজেশ্বর উড়ানি এবং সচিন পাওয়ার, এরপর মত্ত অবস্থায় রাজেশ্বর নাকি অভিনেত্রীর সামনে বসে তাঁর সম্পর্কে অশালীন মন্তব্য করেন, যা একেবারেই সহ্য করতে পারেননি সচিন পাওয়ার, এরপরই কি ব্যবসায়ীকে খুনের ছক কষা হয়? তদন্ত শুরু করেছে পুলিস
রাজেশ্বর উড়ানির খুনের পর দেবলীনাকে সঙ্গে নিয়ে অসমের কামাখ্যা মন্দিরে যান সচিন পাওয়ার। হিরে ব্যবসায়ী খুনের খবর পাওয়ার পর দেবলীনা এবং সচিনকে আটক করে একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদের পরই উড়ানি খুনে তাঁর যোগ রয়েছে বলে স্বীকার করে নেন সচিন পাওয়ার
রাজেশ্বর উড়ানির মেয়ের বিয়ের অনুষ্ঠানে তাঁর সঙ্গে 'সাথ নিভানা সাথিয়া'-খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের পরিচয় হয়
রাজেশ্বর উড়ানির খুনের খবর পাওয়ার পর পরই মুম্বই বিমানবন্দর থেকে আটক করা হয় দেবলীনা এবং সচিন পাওয়ারকে
গত ৭ ডিসেম্বর উদ্ধার করা হয় মুম্বইয়ের হিরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ
মুম্বইয়ের পনভেলের কাছে একটি পানশালার পাশ থেকে উদ্ধার করা হয় রাজেশ্বর উড়ানির মৃতদেহ