বড়দিনের উত্সবে মাতল গোটা দেশ, মধ্যরাতের প্রার্থনায় চার্চে চার্চে মানুষের ঢল
যীশুর জন্মদিন। মঙ্গলবার রাত থেকেই চার্চে চার্চে পুন্যার্থীদের ভিড়। সন্ধে থেকেই চার্চমুখী মানুষজন। গোটা দেশজুড়েই একই ছবি।
মঙ্গলবার সন্ধে থেকেই বেঙ্গালুরুর সেন্ট ফ্রান্সিস চার্চ, গোয়ার আওয়ার লেডি অব দ্যা ইমাকুলেট কনসেপ্শন চার্চ, দিল্লির গোল ডাকখানার স্যাক্রেড হার্ট চার্চ, কলকাতার সেন্ট পসল ক্যাথিড্রালে মানুষের ভিড়।
বড়দিনের আগের রাতে যীশু জন্য প্রার্থনা করাই নিয়ম। ক্যারল, কয়ার, স্তোস্ত্রে মুখর হয়ে উঠল অধিকাংশ চার্চ।
মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্যাথিড্রালে হাজির হয়েছিলেন বহু মানুষ। হয় বিশেষ প্রার্থনা।
গোয়ার পঞ্জিমের আওয়ার লেডি অব দ্যা ইমাক্যুলেট চার্চের প্রার্থনা মানুষের ঢল। আলোর রোশনাইয়ে ভাসল চত্বর।
থিরুবনন্তপুরমের সেন্ট যোসেফ ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
কলকাতায় সেন্ট পলস ক্যথিড্রালের প্রার্থনায় যোগ দেন বহু মানুষ।