Dhaka Ramkrishna Mission: বদলের বাংলাদেশে অশান্তির জের? রামকৃষ্ণ মিশনে বন্ধ কুমারী পুজো...

Soumita Mukherjee Thu, 03 Oct 2024-9:37 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে (Dhaka Ramakrishna Mission) দুর্গাপুজোয় (Durga Puja) এবার কুমারী পুজো হচ্ছে না। 

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মহাষ্টমীতে কুমারী পুজো (Kumari Puja) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ। 

ঢাকার বাইরে রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় নিয়ম অনুযায়ী কুমারী পুজো অনুষ্ঠিত হবে। 

এবিষয়ে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) জানিয়েছেন, এর আগে করোনা মহামারির সময় সরকারের পরামর্শে মহাষ্টমীতে কুমারী পুজো বাদ দেওয়া হয়েছিল। 

বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার কুমারী পুজো বাদ দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক জায়গাতেই কুমারী পুজোর আয়োজন করা হবে।

এবছর ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরের ভিতরে দুর্গাপুজো হবে বলে জানা গিয়েছে। 

স্বামী শান্তিকরানন্দ মহারাজ জানিয়েছেন, আগে তো মন্দিরেই পুজো হত। ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ায় মন্দিরের বাইরে আনা হয়। মন্দিরের ভিতরে হলেও পুজোর উপাচার কিংবা প্রসাদ বিতরণে কোনও কমতি থাকবে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link