আটার প্যাকেটে টাকা ভোরে গরিবদের সাহায্য করছেন আমির খান?
অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমনরা খান, হৃত্বিক রোশনরা যখন করোনা সংক্রমণ রুখতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেই সময় আমির খান কী করছেন বলে প্রশ্ন করতে শুরু করেন অনেকেই। এমন সময় সামনে এল আমির খানকে নিয়ে নতুন খবর
রিপোর্টে প্রকাশ, গত ২৩ এপ্রিল আমির খান নাকি দিল্লির বেশ কয়েকটি জায়গায় অসহায়দের সাহায্য করতে রাস্তায় নামেন
একটি ট্রাকে আটার বস্তা নিয়ে, তার মধ্যে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে সাহায্য করতে নামেন আমির
জানা যাচ্ছে, এক একটি বস্তায় নাকি ১৫ হাজার করে লুকিয়ে, তা গরিবদের মধ্যে বিলিয়ে দেন আমির খান
যদিও আমির খান কিংবা তাঁর সংস্থার তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি