EXPLAINED | Team India News: একুশের তাজা রক্তে মুছল গাবার নায়কের নাম! মাত্র দু`শব্দের নিদানেই দরজা বন্ধ হল তাঁর?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলে রয়েছেন জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগেই মুখ পুড়েছে ভারতের। এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এখনও ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! দল নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অনেকে।
এই দলে নেই শার্দূল ঠাকুর। যিনি গতবার বর্ডার-গাভাসকর ট্রফিতে ছিলেন গাবার নায়ক। উইকেট তুলে নেওয়ার সঙ্গেই করেছিলেন হাফ-সেঞ্চুরি। সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া) ভারতের বিশ্বস্ত সিম বোলিং অলরাউন্ডার শার্দূল।
মহারাষ্ট্রের ৩৩ বছর ক্রিকেটারকে গতবছর শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে দেখা গিয়েছিল। আপাতত তিনি রঞ্জি খেলছেন নিয়মিত। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করেছেন গৌতম গম্ভীর। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিলেন যে, শার্দূলের দরজা বন্ধই হয়ে গিয়েছে। গম্ভীর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্রসঙ্গে বলেছেন, 'আমার তো মনে হয়, আমরা সেরা প্লেয়ারদেরই বেছে নিয়েছি, যারা দেশের হয়ে কাজটা করতে পারবে। বিষয়টাই হচ্ছে এগিয়ে যাওয়া।'
শার্দূলের বদলে গম্ভীরের চোখ এখন বছর একুশের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডির উপর। এখনও দেশের হয়ে টেস্ট অভিষেক না করা ক্রিকেটারের প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'আমরা সকলেই জানি, কী দুরন্ত প্রতিভাবান নীতীশ। ও যদি সুযোগ পায়, তাহলে ও দলের জন্য় খুব ভালোই করবে।'
নীতীশ একজন সিমবোলিং অলরাউন্ডার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে। পারফরম্য়ান্সে নজর কেড়েছেন নীতীশ। ২১ বছরের অন্ধ্রের ক্রিকেটার ঘরোয়া ত্রিকেটে পরিচিত নাম। তবে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল খেলার সুবাদেই তিনি এসেছেন চর্চায়।