জনগণের কাছে পৌঁছতে তৃণমূলের নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম Didir Doot, ডাউনলোড ২ লাখ

Wed, 17 Feb 2021-1:06 pm,

নিজস্ব প্রতিবেদন: Didir Doot অ্যাপ্লিকেশন ডাউনলোড সংখ্যা ২ লক্ষের ঘরে। এই অ্যাপের বয়স মাত্র ১০ দিন। এর মধ্যেই দিদির দূত অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা নজড়কাড়ছে ওয়াকিবহালমহলের।  

কী এই Didir Doot অ্যাপ? Google Play  store এই অ্যাপকে Social Media-র তালিকায় রেখেছে। 

ফেসবুক হোয়াটসঅ্যাপ ঠিক যেমনভাবে নতুন প্রজন্মের বেডরুম থেকে শুরু করে ব্যক্তিগতজীবনে ঢুকে পড়েছে, ঠিক সেই লক্ষ্যেই ভোটের আগে নতুন পদক্ষেপ তৃণমূল সরকারের। মুঠোফোনের অ্যাপে জানতে পারবেন সরকারের যাবতীয় খুঁটিনাটি। 

শুধু তাই নয়, কথাও বলতে পারবেন দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে।

বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ও  অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগের জন্য এবং তাঁর কাছে চিঠি লেখার জন্য,পশ্চিমবঙ্গের জনগণের জন্য তৈরি করা এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন।  

ইতিমধ্যে এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন নেতা-নেত্রী থেকে শুরু করে তৃণমূল সমর্থক ও আমজনতার অনেকেই। 

এই অ্যাপ ফোনে রাখেলে আমজনতার কী সুবিধা হবে ? তৃণমূল সরকার জনস্বার্থে কী কী পদক্ষেপ করেছে তা জানতে পারবেন আপনি। যা আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারবেন। প্রয়োজনে Write to didi তে ক্লিক করে মেইল আইডি নথিভুক্ত করে প্রয়োজনীয় ফাইল অ্যাটাচ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাক সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। সেই পেজে রয়েছে একটি হেল্প লাইন নম্বরও, 9137091370।

দিদির সঙ্গে অ্যাপের মাধ্যমে LIVE এও থাকতে পারবেন আপনি। 

 

Scroll  করে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখতে পারবেন। 

থাকছে LIKE , comment ও share এর অপশন। 

শুধু তাই, বিরোধীপক্ষের তুলোধনাও করা হয়েছে পোস্টের মাধ্যমে।  ভোটের আগে প্রচার নিয়ে অভিনব ভাবনাচিন্তা দেখা যা প্রত্যের দলের মধ্যে।

অ্যাপ খোলার পর নাম ও ফোন নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে। এরপরই আপনাকে ভাষা  বেছে নেওয়ার অপশন দেওয়া হবে। 

এরপরই ফোনের স্ক্রিনে দেখতে পাবেন দিদির কথা জানুন, দিদির সাথে কাজ করুন, দিদির সাথে যুক্ত থাকুন। এরপর NEXT অপশনে ক্লিক করতে হবে। OTPর মাধ্যমে যাচাই করা হবে অ্যাকাউন্ট।

এরপরই দেখতে পাবেন বিধি-নিষেধ এবং শর্তাবলী। যেখানে জ্বলজ্বল করছে প্রশান্ত কিশোরের I-Pac এর নাম।  তৃণমূলের সঙ্গে I-Pac জোট বেঁধে এই অ্যাপ তৈরি হয়েছে।  

এরপরই ফোনের স্ক্রিনে দেখতে পাবেন দিদির কথা জানুন, দিদির সাথে কাজ করুন, দিদির সাথে যুক্ত থাকুন। এরপর NEXT অপশনে ক্লিক করতে হবে। OTPর মাধ্যমে যাচাই করা হবে অ্যাকাউন্ট।

এরপরই দেখতে পাবেন বিধি-নিষেধ এবং শর্তাবলী। যেখানে জ্বলজ্বল করছে প্রশান্ত কিশোরের I-Pac এর নাম।  তৃণমূলের সঙ্গে I-Pac জোট বেঁধে এই অ্যাপ তৈরি হয়েছে।

এই প্ল্যাটফর্মে রয়েছে গ্যালারি, ব্লগ, নিউজ, ভিডিও, ইনফোগ্রাফিক। 

অ্যাপে উল্লেখ CWDতে ক্লিক করলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন। 

তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রী ‘দিদির দূত’ নামযুক্ত গাড়ি ব্যবহার করবেন এবং রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন। যে সমস্ত মানুষ সরাসরি দিদির সাথে যোগাযোগ করতে চান ,তাঁরা দিদির বার্তাবাহক (দিদির দূত) হিসাবে কাজ করতে পারেন এবং তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন।

গত শনিবার অভিষেক বন্দোপাধ্যায় প্রথম এই 'দিদির দূত' ট্যাবলো উদ্বোধন করেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 'দিদির দূত' প্রচার শুরু করেছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link