বিশ্বজুড়ে বিস্ময় ছড়ানো মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

Suman Majumder Sun, 21 Oct 2018-11:33 am,

একটা সময় বিশ্বজুড়ে বিস্ময় ছড়িয়েছে তাঁর বাঁ পা। তাঁর পায়ের জাদু দেখে মুগ্ধ হতেন ভক্তরা। কোটি কোটি মানুষ মাঠে এসেছেন শুধু বল পায়ে তাঁর স্কিল, টেকনিক-এর ঝলক দেখবেন বলে। সেই দিয়েগো মারাদোনার মুগ্ধতা ছড়ানো দুই পায়ের অবস্থা এখন খারাপ। 

দীর্ঘদিন ধরেই অস্ট্রিও অার্থারাইটিসে ভুগছিলেন মারাদোনা। পায়ের গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা নিয়ে বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছিল তাঁকে। এখন বাঁতের ব্যথা চরম পর্যায়ে পৌঁছেছে। পা ফুটে উঠেছে অস্বাভাবিকরকম।

অবস্থা এতটাই খারাপ যে আর্জেন্টাইন কিংবদন্তির হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। চিকিত্সকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মারাদোনার পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন। অবশ্য মারাদোনা এখনও অস্ত্রোপচারের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি।

মারাদোনার পায়ের চিকিত্সা করছেন অর্থোপেডিক সার্জন জার্মান ওচোয়া। তিনি জানিয়েছেন, দিয়েগোর হাঁটুতে কোনো কার্টিলেজ বাকি নেই। বাতের ব্যথা চূড়ান্ত পর্যায় পৌঁছেছে। যার জন্য প্রচণ্ড কষ্টে রয়েছেন তিনি।

এক সময় মাঠে দাপিয়ে বেড়ানো মারাদোনা এখন ভাল করে হাঁটতেও পারছেন না। গত কয়েক মাসে অবস্থা আরও খারাপ হয়েছে। 

কিছুদিন আগেই মেক্সিকোর সেকেন্ড টিয়ার টিম ডোরাডাস ডি সিনালোয়ায় কোচ হিসাবে যুক্ত দায়িত্ব পেয়েছেন মারাদোনা। বিপুল অর্থের বিনিময়ে সেখানে কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। 

জানা গিয়েছে, মারাদোনার পায়ের হাড়গুলো একটার সঙ্গে আরেকটা ঘষা খাচ্ছে। ফলে ফেলে রাখলে তাঁর পায়ের অবস্থা আরও খারাপ হতে পারে।

মারাদোনা এখন প্রায় হাঁটতে পারছেন বললেও ভুল বলা হবে না। দুই পায়েই সমস্যা নিয়ে কার্যত প্রচণ্ড উদ্বেগে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link