আজ সকাল থেকেই দিঘার সমুদ্রে ভয়ঙ্কর দৃশ্য! জারি সতর্কতা
দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। প্রায় ১০-১২ ফিট উচ্চতার ঢেউ গার্ডওয়াল টপকে জল মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে।
এক মানুষকে টপকে যাবে ঢেউ। দৃশ্য দেখে স্তম্ভিত স্থানীয়রাও। আবহাওয়া দফতরের তরফে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝেমধ্যে দিঘায় দু এক পশলা বৃষ্টি হয়েছে।
মন্দারমনি, তাজপুর, জামড়া, শ্যামপুরে বাঁধ টপকে জল গ্রামে ঢুকেছে। প্রশাসনের তরফে আপদকালীন বাঁধ মেরামতির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।