রোজভ্যালির ২৫ কোটি টাকায় মমতার ছবি কিনেছিলেন শ্রীকান্ত মোহতা: দিলীপ ঘোষ
রোজভ্যালিকাণ্ডে শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার তাঁকে হেফাজতে চাননি তদন্তকারীরা। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর তখন কলকাতায় বসে বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের দাবি, এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতা ফিল্ম জগতের মাফিয়া।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে শ্রীরামপুরের সভায় নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ১.৮৬ কোটি টাকায় কিনেছেন সারদার মালিক সুদীপ্ত সেন। তারপর নানা সময়ে বিরোধী নেতারা ছবি প্রসঙ্গ তুলে অভিযোগ করেছেন।
এবার শ্রীকান্ত ধরা পড়ার পর সেই একই অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, রোজভ্যালির কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছিলেন। শুধু নিজেই কেনেন নি, আরও অনেককে ছবি কিনতে বাধ্য করেছেন বা উত্সাহ দিয়েছেন। এতদিনে বোঝা গেল শ্রীকান্ত মোহতা কেন ওনার কাছের লোক!
শ্রীকান্ত মোহতার নাম না নিয়ে শুক্রবার সিবিআই-কে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। টুইটারে লিখেছিলেন, ''রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিজেপি ও তাদের 'শরিক' বিভিন্ন সরকারি এজেন্সি উত্যক্ত করছে বিরোধীদের। ''অখিলেশ থেকে মায়াবতী কাউকেই ছাড়া হচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিজেপি। ওরা কি ভীত? ওরা কি মরিয়া হয়ে উঠেছে?'' মমতা কটাক্ষ করেন, মুণ্ডহীন এজেন্সি মেরুদণ্ডহীন বিজেপি হয়ে উঠেছে।