Dilip Ghosh: `তৃণমূল কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ`, ইকো পার্কে তোপ দিলীপের

Mon, 19 Sep 2022-8:16 am,

তিনি বলেন তাপস রায় এবং শোভনদেব ভদ্রলোক। তাই গুটিকয়েক ভদ্রলোক মনের দুঃখে এসব বলে ফেলেন। তিনি আরও বলেন আক্ষেপ, এই দলেই তাদের থাকতে হবে।

ববির প্রমোশন হয়নি কিন্তু দিলীপের হয়েছে। তাই দিলীপ থাকলে তাদের ঘুম হত না। সকাল থেকে আমার পিছনে লাগত। দিলীপ লড়াই করে নিজের জায়গা বানাতে জানে বলে জানিয়েছেন তিনি।

 

দিলীপ ঘোষের দাবি লেখাপড়া শেষ কিন্তু চাকরি নেই। যৌবনেই অসামাজিক হচ্ছে তাঁরা। টাকা আর হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে।

সেদিন বড়বাজারেও মুসলিম মহল্লা থেকে ইট ছোঁড়া হয়েছিল বলে দাবি করেন তিনি। চিরদিন কোনও সমাজ মার খায়না। তিনি বলেন হিন্দুরা উৎসব করলে বাধা আসে। ভাববেন না হিন্দুরা নপুংসক। তারাও জাগবে এবং প্রতিরোধ গড়বে বলে জানিয়ছেন তিনি। 

আমরা ২০১৯ এর পর জিততে শুরু করেছিলাম। তারপর শুরু হল গা-জোয়ারি এবং একচেটিয়া ভোট। আবার সাধারণ মানুষ সাহস ফিরে পাচ্ছেন। মালদায় হাই মাদ্রাসা ভোটে ব্যাপক হিংসা হয়েছে। এরা শান্তিতে ভোট করতে পারেনা। শান্তিতে ভোট হলে জিততে পারেনা। 

শুধু পুরসভা নয় সারা রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত বলে জানিয়েছেন তিনি। বড় বড় ইস্যু চলে আসছে। আপনাদের নজরও ঘুরে যাচ্ছে। কিছু বললে মেয়র চেপে যায়। এটা একটা গভীর সমস্যা। দরকারে কেন্দ্রের সাহায্য নিন। 

মদন মিত্র প্রসঙ্গে তিনি বলেন ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি কি দাওয়াই দেবেন বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন আমাদেরও হাত আছে। দিলীপ ঘোষ বলেন জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন এবং ১৩ তারিখ বুঝে গিয়েছেন। তিনি বলেন পুলিস গুন্ডা সব লাগিয়েছিল কিন্তু বুঝে গিয়েছে যে বাংলার মুড পাল্টে গেছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে বলেও জানিয়েছেন দিলীপ। 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ বলে দাবি দিলীপ ঘোষের। তিনি বলেন তৃণমূল গোয়ালে ঢুকে গিয়েছে এবং রাস্তায় আন্দোলন নেই। কে কখন ঢুকে যাবে ঠিক নেই। তিনি আরও বলেন মেজরিটি আছে তাই বিধানসভায় প্রস্তাব পাশ করাবে। তাতে কি যায় আসে বলেও প্রশ্ন করেন তিনি। তিনি বলেন গণতন্ত্র অপমানিত হচ্ছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link