জ্বর নেই, জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে
অনেকটাই ভালো আছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের বেসরকারি হাসপাতালের তরফে রবিবার জানানো হয়েছে, জ্বর নেই দিলীপবাবুর। দ্রুত সেরেও উঠছেন।
রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। DHU থেকে জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।
শনিবার দিলীবাবুর গলার সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায়, গলায় কোনও সমস্যা নেই তাঁর।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভর্তি হওয়ার পর এখন তাঁর শরীরিক পরিস্থিত অনেকটাই উন্নতি হয়েছে। তাঁর সাধারণ খাবারদাবার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,শুক্রবার কোভিড পজিটিভ হন দিলীপ ঘোষ। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। সামান্য শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তাঁর।