দিলীপ-রাহুলের মল্লযুদ্ধ বঙ্গ বিজেপিতে? বিস্ফোরক নথি জি ২৪ ঘণ্টা ডিজিটালের হাতে
অঞ্জন রায়: আসন্ন লোকসভা ভোটে বাংলায় ২২টি আসনকে পাখির চোখ করেছেন অমিত শাহ। কিন্তু সর্বভারতীয় সভাপতির বেঁধে দেওয়া লক্ষ্যের পিছনে দৌড়তে গিয়ে গৃহযুদ্ধে জেরবার বঙ্গ বিজেপি। জি ২৪ ঘণ্টা ডিজিটালের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর নথি।
প্রাক্তন সভাপতি বনাম বর্তমানের লড়াইয়ের কথা শোনা যায় রাজ্য বিজেপির অন্দরে কান পাতলেই। মাসখানেক আগে কোমরের চোট সারিয়ে হাসপাতাল থেকে ফেরার পর জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তাঁকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছিল।
বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতির ইঙ্গিতটা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার দিকেই।
সেই আখ্যান পেরানোর পর আবার নতুন করে মুষলপর্ব রাজ্য বিজেপিতে। রথযাত্রার আগে এনিয়েই তোলপাড় ৬, মুরলীধর সেন লেনের গেরুয়া বাড়িটা।
এবার অশোক সরকারের তথ্যের অধিকার আইনে চারটি আবেদন নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। আসলে এই চারটি আবেদন নয়, বলা ভাল গোলা। যা ছোড়া হয়েছে মুকুল রায় ও দিলীপের উদ্দেশে।
অতিসম্প্রতি দিলীপ ঘোষকে জেড শ্রেণির নিরাপত্তা দেওয়া হয়েছে। বিজেপি নেতা অশোক সরকার আবেদনে জানতে চেয়েছেন, কী কারণে তাঁর নিরাপত্তা জেড শ্রেণির করা হল?
পরের আবেদনে বলা হয়েছে, দিলীপ ঘোষকে জেড ক্যাটগরির নিরাপত্তা দিতে গিয়ে করদাতাদের পকেট থেকে কত খরচ হচ্ছে?
আর একটি আবেদনে প্রশ্ন তোলা হয়েছে, কেন জাতীয় সম্পাদক রাহুল সিনহাকে জেড ক্যাটগরির নিরাপত্তা দেওয়া হল না?
মুকুল সংক্রান্ত আবেদনে তো একেবারে মৌচাকে ঢিল মেরেছেন অশোক সরকার। জানতে চেয়েছেন, সারদায় বিজেপি নেতা মুকুল রায়ের যোগ নিয়ে সিবিআই তদন্তের পরিস্থিতি কী?
অশোক সরকারের রাজনৈতিক গুরু বলা হয় রাহুল সিনহাকে। ফলে দিলীপঘনিষ্ঠরা দুইয়ে দুইয়ে চার করছেন। অশোকের এহেন পদক্ষেপের পিছনে রাহুল সিনহার বরাভয় রয়েছে বলে মনে করছেন তাঁরা।
অশোক সরকারের আবার দাবি, এব্যাপারে বিন্দুবিসর্গ জানেন না তিনি। তাঁর সইটি জাল করা হয়েছে। কিন্তু কেন তাঁর সই জাল করা হবে? উঠছে প্রশ্ন।
লোকসভা ভোটের আগে বিজেপির এমন মুষলপর্বে নিশ্চিতভাবেই লাভবান হবে তৃণমূল।
দলের মধ্যেই উঠছে প্রশ্ন, নেতারা এমন কোন্দলে জড়ালে শাসকের বিরুদ্ধে লড়াইটা কবে করবেন বিজেপি নেতারা?