KOLKATA | Diljit Dosanjh`s Dil-Luminati Concert: কলকাতায় এসে রবীন্দ্রনাথ-জীবনানন্দকে ছুঁয়ে গেলেন দিলজিৎ, মঞ্চে উঠে বললেন...
২৭ নভেম্বর কলকাতায় এসে পৌঁছেছিলেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। হলুদ ট্যাক্সিতে চেপে গিয়েছেন হাওড়া ব্রিজ। কখনও আবার দক্ষিণেশ্বর কালী দর্শন।
শনিবার, কলকাতা সফরের দ্বিতীয় দিনে তিনি শহরের অন্যতম প্রাণকেন্দ্র 'কফি হাউসে' গিয়েছিলেন। খোলা জানালার পাশে বসে কফির কাপে চুমুক দিতে দিতে দেখলেন কলেজ স্ট্রিটের ব্যস্ততাকে।
অবশেষে নভেম্বর মাসের শেষ সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠান সারলেন দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎ শুরু করেছিলেন দেশের রাজধানী দিয়ে। আর দিল্লি মাতিয়ে তিনি কলকাতা কাঁপিয়ে দিলেন।
দু’দিন ধরে শহর ঘুরছেন। খুব ভাল লেগেছে তাঁর এই শহর। বাদ দেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ।
দিলজিৎ-এর কথায়, 'কলকাতা বড় বড় শিল্পীদের জন্মভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কিন্তু ওঁকে বিশ্ব সঙ্গীত লেখার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তখন বলেছিলেন সেটা গুরু নানক আগেই লিখে গিয়েছেন।'