কাগজের কাপে নিয়মিত চা পান করেন? অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন জানেন!

Sun, 08 Nov 2020-10:52 pm,

কাগজের কাপে নিয়মিত চা পান করেন নাকি! তা হলে আজই সাবধান হয়ে যান। কারণ এই অভ্যেস আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে।

 

সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, প্লাস্টিকের কাপে কেউ রোজ দিনে তিনবার চা পান করলে তাঁর শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।

 

আইআইটি খড়গপুরে হওয়া এই গবেষণায় জানা গিয়েছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। সেই কাপে চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।

 

সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে।

তিনি আরও বলেন, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে খাওয়া উচিত নয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link