মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই-এর কারণেই বিপত্তি, মানিকচকের লঞ্চডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৩
দু-একটি নয়, পরপর দশটি লরি তলিয়ে যায় গঙ্গায়। সেইসময় লরিতেই ছিলেন চালক-খালাসিরা।
সবাইকে নিয়েই লরি ডুবে যায় গঙ্গায়। চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক ঘাটে। লঞ্চ থেকে নামার সময় আচমকা ভেসেল ভেঙে পড়ে যায় একের পর এক পাথরবোঝাই লরিগুলি। জলে ডুবে যান ২৩ জন।
এদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আরও বেশ কয়েকজন সাঁতরে পারে ওঠেন। এখনও নিখোঁজ তিন জন।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিস। চলছে উদ্ধারের চেষ্টা। প্রতিদিনই ঝাড়খণ্ডের সঙ্গে লঞ্চফেরি সার্ভিস চলে গঙ্গার এই ঘাটে। এখনও অবধি ক্রেন দিয়ে একটি লরি তোলা সম্ভব হয়েছে।
এদিনও সেইমতো ঝাড়খণ্ড থেকে মালদার মানিকচক ঘাটে আসছিল মালবাহী লরিগুলি। ঘাটে নামার সময় এই বিপত্তি। সন্দেহ, মাত্রাতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।