সম্পর্ক বাঁচাতে তন্ত্রমন্ত্রের গেরোয় ফেঁসে যান! বিস্ফোরক দিব্যাঙ্কা
বিবেক দাহিয়ার সঙ্গে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন দিব্যাঙ্কা ত্রিপাঠি কিন্তু বিয়ের আগে শরদ মালহোত্রার সঙ্গে টেলি অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়
একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শরদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন দিব্যাঙ্কা। সেখানে তিনি বলেন, শরদের সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখতে এক সময় কী না করেছেন তিনি। এমনকী, তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে, কুসংস্কার মানতে শুরু করেন
য়ে কোনও উপায়ে শরদের সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন বলে জানান দিব্যাঙ্কা। শুধু তাই নয়, পুরনো কথা মনে করতে গিয়ে ক্যামেরার সামনে রীতিমতো কেঁদে ফেলেন দিব্যাঙ্কা
তবে সেই সম্পর্ক টেকেনি। অনেক আলোচনা, সমালোচনার পর সেষ পর্যন্ত শরদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দিব্যাঙ্কা ত্রিপাঠির
প্রসঙ্গত বনু মে তেরি দুলহান দিয়ে অভিনেত্রী হিসেবে টেলি দুনিয়ায় পা রাখেন দিব্যাঙ্কা। ওই মেগায় অভিনয়ের সময়ই শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।3