শীঘ্রই বিয়ে! নাতাশার সঙ্গেই দীপাবলি সেলিব্রেট করলেন বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের সম্পর্কের কথা বি-টাওনে এখন প্রায় সকলেরই জানা।
দীপাবলিতেও প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে দেখা গেল বরুণ ধাওয়ানকে।
দীপাবলি উপলক্ষ্যে পরিচালক ডেভিড ধাওয়ানের অফিসে পুজোর আয়োজন করা হয়।
পুজো উপলক্ষ্যেই বাবার অফিসে হাজির হন বরুণ, সঙ্গী হন নাতাশা।
শোনা যাচ্ছে এবছরই ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ-নাতাশা। যদিও এবিষয়ে তাঁরা নিজেরা কোনও মন্তব্য করেননি।