বাজি পুড়িয়ে নয়, দীপাবলি পালন হোক প্রদীপের নরম আলোয়! বার্তা কচিকাচাদের
বাজি পুড়িয়ে নয়। দীপাবলি পালন করা হোক প্রদীপের নরম আলোয়।
এই বার্তাই তুলে ধরল ফুলবাগানের একটি আবাসনের কচিকাঁচারা।
ছবিতে বাজির খারাপ দিকগুলি সামনে আনল তারা। পাশে কলকাতা পুলিস।
দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, করুণাময়ী থেকে । শহর থেকে জেলা। রীতি আচার মেনে চলছে পুজো। আজ দীপাবলিও।
আলোয় আলোয় ভাসছে আকাশ। চলছে দেবী বন্দনা। শুধু বাংলা নয়, আলোর উত্সবে মেতেছে গোটা দেশ।