সামান্য কেটে গেলেই কি Bandage করে ফেলেন? বিপদ ডেকে আনছেন না তো!

Mon, 16 Aug 2021-9:19 pm,

 অনেকেই জানেন না, ব্যান্ড-এডের আঠালো পদার্থটি বিষাক্ত বা অ্যালার্জিক। অ্যালার্জির লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন। ব্যান্ড-এডের আঠালো পদার্থটি বিষাক্ত বা অ্যালার্জিক কিনা তা রোগী নিজেই পরীক্ষা করে নিতে পারেন।

 

 

যদি দেখেন বার বার ব্যান্ড-এড লাগানোর পর অ্যালার্জি হচ্ছে তাহলে সরাসরি ত্বক বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। ব্যান্ড-এড আটকানোর পর হয়তো প্রাথমিকভাবে অ্যালার্জি সেরে গেছে বলে মনে হলেও পরে তা মারাত্মক আকার নিতে পারে। ভবিষ্যতে হতে পারে কোনও ভয়াবহ চর্মরোগও।

শুকনো চামড়ায় যাতে চুলকানি না হয়, তার জন্য চামড়াকে ময়েশ্চারাইজ করে রাখা দরকার।

বেশিরভাগ ক্ষেত্রেই ব্যান্ড-এড খোলার পর বাতাসের সংস্পর্শে আসার পরই অ্যালার্জি ঠিক হয়ে যায়। চুলকানি কমানোর ক্রিম বা লোশন মাখলেও অ্যালার্জি কমে। অ্যালার্জির জায়গায় Alovera জেলও লাগাতে পারেন বলে পরামর্শ বিশেষজ্ঞদের। 

একেক জনের ত্বকের বৈশিষ্ট্য একেক রকমের হয়, অনেকেরই অ্যালার্জি হওয়ার প্রবণতাও থাকে।  ত্বক বিশেষজ্ঞ রোগীর রক্ত, ত্বকের কোষ ইত্যাদি সহ বিভিন্ন রকম পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন।

 

জায়গাটি শুষ্ক না রেখে ময়শ্চরাইজ করে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। 

 

 

 

জায়গাটি খুব বেশি হাত দিতে বা চুলকালে অ্যালার্জির সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের। 

 

 

 

অ্যালার্জির জায়গাটি গরমে না রাখার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link