কোয়েল মল্লিকের ছেলের নাম কী জানেন?
নিজস্ব প্রতিবেদন: স্বামী, সন্তান নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছেন কোয়েল মল্লিক। এই নিয়ে দ্বিতীয়বার শেয়ার করেলেন সন্তানের ছবি। সঙ্গে তার নাম। জানা গিয়েছে একশোরও বেশি নাম থেকে বেছে নিয়েছেন সন্তানের নাম।
এদিন যে ছবি শেয়ার করেছেন তাতে কোয়েলের পরনে সাদা জমিনের তসরে শাড়ি, লাল ব্লাউজ। লাল পাঞ্জাবিতে নিসপাল। আর তাদের সন্তান হাল্কা হলুদ পাঞ্জাবিতে।
ছেলের নাম রেখেছেন কবীর।
রাজ চক্রবর্তী-শুভশ্রীর ছেলে ইউভানের পাশাপাশি ভার্চুয়াল দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠল কোয়েল-রানের কবীর।
বলা যেতে পারে কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেঁধেছিল অনুরাগীদের মনে।