জরুরি নথি ও কাগজ স্ক্যান এবার বাংলাতেও, ডাউনলোড করুন এই অ্যাপ

Sat, 22 Feb 2020-11:37 pm,

নিজস্ব প্রতিবেদন: স্মাটফোন দুনিয়ায় একটি জনপ্রিয় অ্য়াপ cam scanner। নথি স্ক্য়ান করতে বাকিদের তুলনায় বেশ ভাল স্কোর করেছে এই অ্যাপ। স্মার্টফোন ক্যামেরার ব্যবহার করে এই অ্যাপ থেকে যে কোন ডকুমেন্ট স্ক্যান করা যায়। ৪টি আঞ্চলিক ভাষায় ব্য়বহার করা যাবে এই অ্য়াপ। 

এতদিন শুধু ইংরেজি ভাষায় ব্য়বহার করা যেত, এবার থেকে ইংরেজির পাশাপাশি  হিন্দি, বাংলা, তামিল ও সংস্কৃত ভাষায় এই cam scanner ব্যবহার করা যাবে।

cam scanner আপডেটের পরে উপরে ৪টি ভাষার মধ্য়ে আপনার পচ্ছন্দের ভাষা সিলেক্ট করে ব্য়বহার করতে পারবেন এই অ্য়াপ। 

যাঁরা ইতিমধ্য়েই এই অ্য়াপ ব্য়বহার করছেন তাঁরা সেটিংসে গিয়ে পচ্ছন্দ মত ভাষা বেছে নিতে পারবেন।  android ও ios-এ আপডেট মিলছে। 

জানা গিয়েছে, ক্য়াম স্কানার ভারতে সবচেয়ে বেশি মানুষের পছন্দের অ্যাপ। এই অ্য়াপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ২০০টির ওপর দেশে প্রায় ৫০,০০০ ব্যবহারকারী। এভাবেই বিশ্বের অন্যতম জনপ্রিয় তকমা কুড়িয়েছে cam scanner।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link