ট্রাম্পের করোনা হয়েছে শুনেই হার্ট অ্যাটাকে মৃত্যু তাঁর ভারতীয় ভক্তের
নিজস্ব প্রতিবেদন: তেলঙ্গানা থেকে ডোনাল্ড ট্রাম্পের এক ভক্ত, বুশ কৃষ্ণ, যিনি ঈশ্বেরর স্থানে বসিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতিকে। প্রত্যেকদিন পুজো করতেন তার। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গিয়েছে ট্রাম্প করোনায় আক্রান্ত, এই খবর শোনার পরই দুঃখে নাওয়া খাওনা বন্ধ করেছিলেন। এতেই শারীরিক অবস্থার অবনতি হয়।
রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে চা খেয়ে আনমনা হয়ে বসেছিলেন। তারপরই হৃদরোগে আক্রান্ত হন কৃষ্ণ।
সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কৃষ্ণ সম্প্রতি তাঁর একাধিক ভিডিও শেয়ার করেছেন। অশ্রুজলে ট্রাম্প পরিবারের দ্রুত কামনা করেছিলেন তিনি।
ট্রাম্পের জন্য কৃষ্ণের ভক্তি চার বছর আগে শুরু হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট তার ভোরের স্বপ্নে হাজির হওয়ার পরে। জাঙ্গাও জেলার গ্রামের বাসিন্দা কৃষ্ণ প্রথমে ট্রাম্পের ফ্রেমযুক্ত ছবি নিয়ে পার্থনা শুরু করেন।
এরপর ২ লাখ টাকা খরচ করে তাঁর মুর্তি তৈরি করেন।
গ্রামে ট্রাম্প কৃষ্ণা নামে পরিচিত ইনি। ছোট্ট গ্রামকে সুদূর আমেরিকার সঙ্গে যোগসূত্রে বেঁধে ছিল কৃষ্ণ।
ভারতে তৈরি ট্রাম্পের মন্দির, নজর কেড়েছে গোটা দেশের।