জানেন, ২০১৬-১৭ অর্থ বর্ষে কোন আঞ্চলিক দল সবথেকে বেশি অনুদান পেয়েছে?
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ২০১৫-১৬ অর্থবর্ষের তুলনায় ২০১৬-১৭ অর্থ বর্ষে অনুদান বেড়েছে অসম গণ পরিষদ, আকালি দল, মহারাষ্ট্র নব-নির্মাণ সেনা এবং আম আদমি পার্টি-র।
অবিশ্বাস্য হলেও ২০১৬-১৭ অর্থ বর্ষে ৭ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে অসম গণ পরিষদের অনুদান। এটাই কোনও আঞ্চলিক দলের সর্বাধিক বৃদ্ধি। অগপ-এর পরেই এই তালিকায় রয়েছে অকালি দল। পঞ্জাবের এই দলের অনুদান বেড়েছে ৫ হাজার শতাংশ।
২০১৫-১৬ অর্থ বর্ষের তুলনায় ২০১৬-১৭ অর্থ বর্ষে অনুদান কমেছে শিবসেনার। প্রায় ৬২ কোটি টাকা অনুদান কমেছে শিবসেনার।
২০১৬-১৭ অর্থবর্ষে ২৫.৬৫ কোটি টাকা অনুদান পেয়েছে শিবসেনা।
২০১৬-১৭ অর্থ বর্ষে ২৪.৭৩ কোটি টাকা অনুদান পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
২০১৬-১৭ অর্থ বর্ষে ১৫.৪৫ কোটি টাকা অনুদান পেয়েছে পঞ্জাবের শিরোমণি অকালি দল।
ক্ষমতা থেকে সরে গিয়েও এই আর্থিক বর্ষে (২০১৬-১৭) মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি অনুদান পেয়েছে ৬.৯১ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থ বর্ষে জনতা দল (সেকুলার) অনুদান পেয়েছে ৪ কোটি টাকা।
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ২০১৬-১৭ অর্থ বর্ষে অনুদান পেয়েছে সাড়ে তিন কোটি টাকার ওপরে।
পার্টি ২০১৬-১৭ অর্থ বর্ষে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি অনুদান পেয়েছে প্রায় ২ কোটি টাকা।
দেড় কোটি টাকার কাছাকাছি অনুদান পেয়েছে মহারাষ্ট্র নব-নির্মাণ সেনা, রাষ্ট্রীয় লোক দল, জনতা দল ইউনাইটেড।