বিজেপির পুজোয় নাচে ডোনা, গানে বাবুল-সৌমজিৎ, প্রধানমন্ত্রীর লাইভ দেখানো হবে অনলাইনে
অঞ্জন রায়: কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির পুজো, সকাল দশটায় উদ্বোধন। দলের তরফে প্রথম রাজ্যে দুর্গাপুজো করা হবে। সঙ্গে চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
২২ অক্টোবর ষষ্ঠীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল পদ্ধতিতে ওই পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
দলের রাজ্য নেতারা মঙ্গলবার জানিয়েছিলেন, প্রতিমা রেখে শাস্ত্রীয় বিধান মেনেই দুর্গাপুজো হবে।
অনুষ্ঠানে রয়েছে স্বরুপ প্রসাদের পাঠ, সৌমজিৎ গ্ৰুপের মিউজিক , ডোনা গাঙ্গুলি নাচ, বাবুল সুপ্রিয়র গান।
থাকবে প্রধানমন্ত্রীর ভাষণ।
যা দেখানো হবে ৭৪ হাজার ব্লকে এবং সোশাল মিডিয়ায় লাইভ টেলিকাস্ট হবে।