গাছ লাগাতে ভালবাসেন? বাড়িতে যেখানে ইচ্ছে গাছ লাগালেই বাড়তে পারে বিপদ
নিজস্ব প্রতিবেদন: বাড়ির সঙ্গে লাগোয়া বাগান সবার থাকে না তবে গাছ লাগানোর শখ অনেকেরই থাকে, নিজের ইচ্ছেমতো গাছ লাগান অনেকেই। কিন্তু গাছ লাগানোর যে কিছু নিয়ম কানুন আছে, তা কি জানেন? এমনটাই মনে করেন বাস্তু (Vastushastra) বিশেষজ্ঞরা।
বড়, লম্বা গাছগুলি দক্ষিণ, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে রাখা উচিত এবং বড় গাছগুলি যাতে শিকড় দৃঢ় ভাবে মাটিতে রোপণ করা যায় এমন জায়গায় রাখা উচিত বলে মতামত বাস্তু বিশেষজ্ঞদের।
Tulsi গাছ উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকের দিকে রাখলে ভাল এবং ছোট-বড় ফুল গাছগুলি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাখা উচিত বলে মতামত বাস্তু বিশেষজ্ঞদের।খেতের ফসল যেমন সজনে, হলুদ, জামরুল, কাঁঠালের মতো গাছ বাড়়িতে না লাগানোর পরামর্শ দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা।
ছোট শরবগুলি উত্তর পূর্ব দিকের মধ্যে সবচেয়ে ভাল থাকে। ছোট কিংবা ঝোপ জাতীয় গাছ বাড়িতে উত্তর-পূর্ব দিকে লাগালে বাড়িতে সুখের আগমন হয়। আর বড় গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগাতে বলছেন Vastushastra বিশেষজ্ঞরা।
দেখতে ভাল হলেও বাড়িতে বনসাই গাছ লাগালে বাড়ির উন্নয়নের গতি কমিয়ে দেয়। শুভ কাজেও বাধা পড়ে বলে দাবি বিশেষজ্ঞদের। বাঙালি বাড়িতে তুলসিমঞ্চ থাকে, তুলসি ও নিমের মতো গাছ বাড়িতে থাকা শুভ, নিম গাছ বাড়ির পিছনদিকে লাগানো উচিত বলে মতামত বাস্তু বিশেষজ্ঞদের।