ফিরছে পুরনো স্মৃতি, দেড় দশক পর ফের কলকাতার রাস্তার নামছে দোতলা বাস
দেড় দশক পর ফের কলকাতার রাস্তায় ফিরছে দোতলা বাস। রং বদল হয়েছে, রয়েছে বেশকিছু আধুনিক ব্যবস্থাও। সবেমিলিয়ে পুরনো স্মৃতি ফেরাবে দোতলা বাস। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত
একসময় হাওড়া, বেহালা, ব্যারাকপুরের রাস্তায় চলত দোতলা বাস। এবার তা ব্যবহার হবে মূলত পর্যটনের জন্য। মঙ্গলবার নবান্নে এই বাসের যাত্রার আনুষ্টানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত
আপাতত ২টি দোতলা বাস পথে নামছে। প্রতিটি বাসে আসন থাকবে ৪৫টি। পরে বাসের সংখ্যা বাড়িয়ে ১০টি করার পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত
দুটি দোতলা বাস নামাতে খরচ হয়েছে ৯০ লাখ টাকা। এর জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট (সিআইআরটি)-এর অনুমতি নেওয়া হয়েছে। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত
দুটি বাসেই ছাদ থাকবে খোলা। আগের থেকে খানিকটা চওড়া হবে সিঁড়ি। থাকছে সিসি ক্যামেরা, প্যানিক বাটন। -ছবি-কমলিকা সেনগুপ্ত