মত্ত অবস্থায় সাংবাদিক বৈঠকে মারাদোনা, ট্রাম্পের বিরুদ্ধে বেঁফাস মন্তব্য করে বিপাকে
মারাদোনার ক্লাব দোরাদোস দে সিনেলোয়া ৩-২ গোলে হারিয়েছিল তাম্পিকো মাদেরোকে। এই ম্যাচ জোর ফলে মারাদোনার ক্লাব দ্বিতীয় ডিভিশনের চতুর্থ স্থানে উঠে এসেছে।
ম্যাচ জয়ের সাফল্য উদযাপন করতে গিয়ে ড্রেসিংরুমে একটু বেশিই মদ্যপান করে ফেলেছিলেন মারাদোনা। এর পর মদ্যপ অবস্থাতেই চলে আসেন সাংবাদিক বৈঠকে। আচমকা কোচ থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ। তার পরই শুরু করে দেন ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন আর্জেন্টাইন কিংবদন্তি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হয়ে গলা ফাটাতে শুরু করেন।
মারাদোনা বলে বসেন, আমেরিকা নিজেকে বিশ্বের প্রধান বলে মনে করে। বারবার ওরা দাবি করে, ওদের কাছেই সবথেকে শক্তিশালী বোমা রয়েছে। ওরা সেই বোমা যখন তখন যেখানে সেখানে ফেলে দেওয়ার হুমকি দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখতে হবে, ভেনেজুয়েলার সঙ্গে এরকম কিছু করা যাবে না।
এমন বেঁফাস মন্তব্য করার জন্য বিপাকে পড়েছেন মারাদোনা। মেক্সিকোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফুটবলের সঙ্গে জড়িত যে কোনও ব্যক্তির রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকা উচিত। মারাদোনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে তারা।