করোনার কোপ! ৫১ জনের বদলে ১ জন কুমারী নিয়েই `নমো নমো` পুজো কঙ্কালীতলায়
বোলপুরের অদূরে সতীপীঠ কঙ্কালীতলায় ত্রয়োদশী তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল।
৫ থেকে ১২ বছর বয়স অবধি ৫১ জন কন্যা কুমারী রূপে পূজিত হন।
বিগত ৪৪ বছর ধরে কুমারী পুজো হয়ে আসছে। কিন্তু এই বছর করোনার কারণে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিতে প্রথমবার ছেদ পড়ল।
তাই এবার শুধুমাত্র ঘট প্রতিস্থাপন করে ৫১ জনের বদলে একজন কুমারীকে প্রতীক রূপে রেখে পুজো সম্পন্ন হল।
করোনা ভাইরাসের সংক্রমনের আশংকায় এভাবেই পুজো সারা হল।
কুমারী পূজার উদ্যোক্তারা ও কঙ্কালীতলা পঞ্চায়েতের আধিকারিকরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।