নিম্নচাপের জের! ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণের জেলায়, জারি সতর্কতা
উত্তরবঙ্গে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাব দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।
হাওয়া অফিস সূত্রের খবর, ২৪ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভআস জারি করা হয়েছে।
দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
আগামিকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী এলাগুলি। সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে সতর্ক করা হয়েছে মৎসজীবীদের। আশঙ্কা জলচ্ছ্বাসেরও।