Jalpaiguri Accident: বৃষ্টি ভেজা সকালে ২ ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, কেবিনেই পিষে গেলেন চালক
দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে এক ডাম্পার চালকের। গুরুতর জখম আরও এক চালক।
বুধবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ক্যানাল রোডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ চাকার একটি ডাম্পার গজলডোবার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আরেকটি ১২ চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল। সেই সময় ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ চাকার ডাম্পার চালকের। গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
কী কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভোরের আলো থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।