দেখুন ছবিতে: মা এসেছেন BJP-র মণ্ডপে, বৃহস্পতিবার বোধন করবেন মোদী
নিজস্ব প্রতিবেদন: মহাপঞ্চমী সল্টলেকের EZCC-তে বিজেপির পুজো মণ্ডপে চলে এল দেবীমূর্তি। বৃহস্পতিবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পঞ্চমীতে ঢাকের আওয়াজে রাজনীতির বোল। সল্টলেক EZCC-তে পুজো পরিচালনা করছে বিজেপির মহিলা মোর্চা। ইতিমধ্যেই হাইকোর্টের রায় মেনে পরিকল্পনায় কিছু অদলবদল হয়েছে।
ভোটের মুখে আম-বাঙালির এই পুজো-আবেগকে কাজে লাগাতে কসুর করছে না বিজেপি। ষষ্ঠীর সকালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণের মাধ্যমেই এই পুজোর সূচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রয়েছে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনার নাচের অনুষ্ঠানও।
এদিন পুজোর শেষমুহূর্তের প্রস্তুতির তদারকিতে আসেন বিজেপির সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সব্যসাচী দত্তরা। হাইকোর্টের নিয়ম মেনেই সব প্রস্তুতি হচ্ছে, বললেন মুকুল।
ষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রীর ভাষণেই উত্সবের শুরু। রাজ্যের ৭৪ হাজার বুথভিত্তিক এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করার কথা ভাবছে বিজেপি। এখন শুধু বোধনের অপেক্ষা।
এ দিন টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টায় বাঙালি ভাই-বোনেদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন।