শ্রীভূমিতে দেবীকে পরানো হল ২৫ কেজির গয়না, উদ্বোধন করবেন মমতা
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার শ্রীভূমির পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার আগের দিন সন্ধ্যায় দেবীকে সাজানো হল সোনার গয়নায়।
প্রায় ২৫ কেজি ওজনের সোনার গয়না পরানো হচ্ছে মাকে।
দিন গয়না পরানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পুজোর উদ্যোক্তা সুজিত বসু।
৪৮ তম বছরে শ্রীভূমির পুজোর থিম কেদারনাথ।
এবার করোনাকে মাথায় রেখে ভার্চুয়ালের পথে হাঁটছে শ্রীভূমি। ঘরে বসেই প্রতিমা দর্শন করতে পারবেন।
এছাড়াও পুজো মণ্ডপের আশেপাশে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। যাতে এক জায়গায় অযথা ভিড় না হয়।
সুজিত বসু জানান, এবার মায়ের গহনা কেদারনাথ থিমের কথা মাথায় রেখে করা হয়েছে।