Durga Puja 2021: ভুল করে প্রতিমায় নীল রঙ দিয়ে ফেললেন প্রতিমাশিল্পী!
নীল রঙের দুর্গা আজ পূজিত হচ্ছে কৃষ্ণনগরে চট্টোপাধ্যায় বাড়িতে। যা 'নীলদুর্গাবাড়ি' বলে পরিচিত।
এই পুজো শুরু হয়েছিল বাংলাদেশের বরিশালে বামরাইল গ্রামে ২৮৯ বছর আগে। পরে এদেশে কৃষ্ণনগরে পুজো শুরু করেন এই বংশের পরবর্তীকালের সদস্যরা।
চট্টোপাধ্যায় পরিবারের এই পুজো ১৯৯৮ সাল নাগাদ ভাগ হয়ে যায়। এখন দুই পরিবারে দুটি নীলদুর্গা পুজো হয়। পুজোর আচার নিয়মনিষ্ঠা শাস্ত্রমতে হয়, আগের মতোই। তবে আগে মহিষ বা ছাগ বলি হত, এখন আর হয় না।
কেন দুর্গা এখানে নীল? পরিবারের সদস্যরা বলেন, এটা বরিশালের গ্রামের ঘটনা। সেখানে পুজোর কোনো এক বছর মৃৎশিল্পী রাত্রে দুর্গাপ্রতিমায় রঙ করছিলেন। সারারাত ধরে কাজ চলছিল।
রং করার সময়ে তাঁর বোধ হয় একটু ঘুম পেয়ে গিয়েছিল। ঘুম চোখে ভুলবশত প্রতিমায় তিনি নীল রং দিয়ে ফেলেন। তার পরে সকালে উঠে তিনি দেখেন, দুর্গার রঙ তিনি নীল করে ফেলেছেন। তড়িঘড়ি সেই রং মুছে নতুন করে রঙ করতে যান।
এদিকে বাড়ির সদস্যরা স্বপ্নাদেশ পান, নীল রঙেই তিনি পূজিতা হবেন! তার পর থেকেই নীল বর্ণের দুর্গাই এখানে পূজিতা হয়ে আসছেন।