Durga Puja 2023 | Kolkata Metro: গতবারের ষষ্ঠীর ভিড় এবার তৃতীয়াতেই! রেকর্ড ৭ লাখেরও বেশি যাত্রী মেট্রোয়

Wed, 18 Oct 2023-5:51 pm,

অয়ন ঘোষাল: ফের একবার রেকর্ড করল কলকাতা মেট্রো। মেট্রোয় যাত্রীসংখ্যা পেরল ৭ লাখ।

 

মঙ্গলবার ছিল দুর্গাপুজোর তৃতীয়া। আর তৃতীয়াতেই রেকর্ড ভিড় কলকাতা মেট্রোর ব্লু লাইনে। 

 

ব্লু লাইন মানে উত্তর-দক্ষিণ কলকাতা মেট্রো। এদিকে দক্ষিণেশ্বর থেকে ওদিকে কবি সুভাষ।

 

দুর্গাপুজোয় ঠাকুর দেখার ভিড়ে মেট্রো আবার একবার হয়ে উঠেছে মূল পরিবহন মাধ্যম।

 

রাস্তার যানজট এড়াতে সবারই প্রথম পছন্দ মেট্রো। মেট্রো রুটকে মাথায় রেখেই তৈরি হচ্ছে পুজো দেখার প্ল্যান।

 

কম সময়ে শহরের উত্তর থেকে দক্ষিণে পৌঁছে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে মেট্রো। আর তাই ভিড় বাড়ছে মেট্রোয়। 

 

মঙ্গলবার তৃতীয়ার দিন মেট্রোয় মোট যাত্রীসংখ্যা ছিল ৭ লাখ ৬ হাজার ৬৫৭ জন। সারা দিনে মোট ট্রেন চলে ২৮৮টি। 

 

তৃতীয়ায় দমদমে সর্বোচ্চ যাত্রীসংখ্যা রেকর্ড হয়েছে ৭৫,৩৪০ জন, এসপ্ল্যানেডে ৫৪,৮২১ জন, রবীন্দ্রসদনে ৪৪,৫৪৫ জন, কালীঘাটে ৪৩,৮৭১ জন।

 

এর আগে শেষবার মেট্রোর যাত্রীসংখ্যা পেরিয়েছিল গত বছর ১ অক্টোবর, ষষ্ঠীতে। সেদিন মোট যাত্রী ছিল ৭ লাখ ২৪ হাজার ৯০০ জন।

 

ভিড় সামলাতে এবছরও সপ্তমী, অষ্টমী, নবমীতে সারা রাত চলবে উত্তর-দক্ষিণ মেট্রো। মধ্য রাত পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link