Durga Puja 2023: ৫০-এ পা, কথাচিত্র থিমে পুজো উদযাপন সল্টলেকের বিবি ব্লকে
৫০ বছরে পা দিল সল্টলেকের বিবি ব্লকের দুর্গাপূজো। পুজোর আয়জনেও দেখা গেল তারই ছোঁয়া।
এই বছর আবাসিকদের পুজোর থিম কথাচিত্র। মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সব ক্ষেত্রেই রয়েছে এর ছোঁয়া।
মন্ডপসজ্জা করেছেন তরুন ঘোষ এবং প্রতিমা তৈরি করেছেন সনাতন পাল।
প্রথম দিন থেকে মন্ডপে দেখা গিয়েছে ভিড়। বহু মানুষ এসেছেন এই মন্ডপ দেখতে।
মন্ডপের বাইরে উদ্যোক্তা বসিয়েছেন এলইডি স্ক্রিন। সেখানেও দেখা যাচ্ছে সব ছবি।
মন্ডপে দেখা গিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও ভিড় জমিয়েছেন বহু মানুষ।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ফুটে উঠেছে এই মন্ডপে