Durga Puja 2023 Weather: পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেমন থাকবে আকাশ? স্পষ্ট জানাল হাওয়া অফিস!
অয়ন ঘোষাল: পুজোর সময় কেমন থাকবে ওয়েদার? সাংবাদিক বৈঠকে স্পষ্ট করল হাওয়া অফিস।
পুজোর আগেই সুখবর। আবহাওয়া দফতর স্পষ্ট জানাল, দক্ষিণবঙ্গ থেকে আজ-ই বিদায় নিল বর্ষা। উত্তরবঙ্গে মালদা থেকেও বিদায় বর্ষার।
পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ থেকে ২৪ অক্টোবর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যে প্রায় নেই বললেই চলে। ব্যতিক্রম শুধু দার্জিলিং ও কালিম্পং।
অর্থাৎ পুজোয় বৃষ্টি অসুরের দাপাদাপির আশঙ্কা খারিজ। ১৭ এবং ১৮ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।
আর পুজোর দিনগুলোতে ২১,২২,২৩,২৪ উপকূলের জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া।
২০ অক্টোবর থেকে তাপমাত্রা নামবে। খুব সামান্য হলেও, নামবে তাপমাত্রা।
২৩ শতাংশ ঘাটতি দিয়েই এবছর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিল বর্ষা। তবে এল নিনো এফেক্টের কথা মাথায় রাখলে, এই ঘাটতি বিরাট কিছু নয়।