Durga Puja 2023 Weather: পুজোর সময় কি বৃষ্টি হবে? চলে এল বড় আপডেট!
সন্দীপ প্রামাণিক: দু-একদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু।
মহালয়াতে দুই বঙ্গেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
ধীরে ধীরে আর্দ্রতা কমছে কিন্তু তাপমাত্রা একটু বেশি আছে।
এই গরম আবহাওয়া আগামী কয়েক দিন বজায় থাকবে।
ওদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় খুব হালকা বৃষ্টি সম্ভাবনা।
তাপমাত্রা আগামী পাঁচ দিন যা ছিল, দুই বঙ্গেই তাই বজায় থাকবে।