Durga Puja 2023: কালীপুজো করে তারপর দুর্গাপুজো! ৫১৪ বছরের আশ্চর্য শারদোৎসব...

Soumitra Sen Wed, 18 Oct 2023-8:09 pm,

রবিবার প্রতিপদে ঘট বসিয়ে পুজো শুরু হয়েছে রাজবাড়িতে। এবাড়িতে মহালয়ায় কালীপুজো হয়ে থাকে। কালিকা পুরাণমতে এই পুজো হয়। মায়ের কাছে পাঁঠাবলি দেওয়া হয়।

রাজপরিবারের সদস্য প্রণতকুমার বসু জানান, মহালয়ার দিন সন্ধ্যায় কালীপুজোর আয়োজন হয় এখানে। কালীমায়ের চক্ষুদানের মধ্য দিয়ে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। 

রাজপরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান, এখানে এখনও রয়েছে বলিপ্রথা। নিয়ম অনুযায়ী মাকে আমিষ ভোগ দেওয়া হয়।

মহালয়ায় ভোর থেকেই রাজবাড়ি-চত্বরে তর্পণ হয়। এলাকার কচিকাঁচারা নাচ-গানের মধ্য দিয়ে এদিন রাজবাড়ি-চত্বর আনন্দমুখর করে তোলে। 

রাজপরিবারের তরফে লিন্ডা বসু জানান, মহালয়া থেকেই রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়, এবারেও শুরু হয়ে গেল। মহালয়ায় কালীমায়ের পুজো হয়েছে। কালীমাকে নতুন শাড়ি পরানো হয়েছে। পাশাপাশি কালী ও দুর্গা মায়ের চক্ষুদানও হয়েছে। 

তিনি আরও জানান, চতুর্থীতে মাকে নতুন শাড়ি পরানো হয়। পঞ্চমীতেও মাকে বিশেষ সাজগোজ করানো হয়।

লিন্ডা বসু আরও জানান, জলপাইগুড়িবাসীও এই পুজোয় অংশ নেন, আনন্দ উপভোগ করেন। আর এতেই আমাদের আনন্দ আরও বেশি হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link