Durga Pujo Weather: সপ্তমী থেকে দশমী ভাসবে বৃষ্টিতে? পুজোর ৪ দিনের আবহাওয়ার বড় আপডেট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? মাঝে মাঝেই মুখ ভার হয়ে আসছে আকাশের। সপ্তমী থেকে দশমীও কি বর্ষণ মুখর থাকবে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
পুজোর মধ্যে বিক্ষিপ্ত দু- এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমান কম থাকবে। ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টি বাড়তে পারে।
শহর কলকাতায় সকালের দিকে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বিকেলের পর হালকা থেকে মাঝারি দুই এক পশলা বৃষ্টি হতে পারে।
বাতাসে জলীয় বাষ্প বেশি হবে। তাই কিছুটা বৃষ্টি এবং বাকি সময় ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়াই বহাল। এরই মধ্যে চালাতে হবে ঠাকুরদেখা।