করোনা সতর্কতা শিকেয়, চতুর্থীর সন্ধেয় মানুষের ঢল হাতিবাগানে
পুজোয় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আদালতেরও পুজোর আয়োজন নিয়ে কড়া বিধিনিষেধ রয়েছে। তারপরও আর ঘরে থাকতে রাজী নন মানুষজন।
মঙ্গলবার চতুর্থীতেই মানুষকে ঢল হাতিবাগানে। কেউ বাজার করছেন তো কেউ বন্ধ পুজো প্য়ান্ডেলে ঢুঁ মারছেন।
আজও প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, লকডাউন নেই বলে ভাববেন না করোনা চলে গিয়েছে। হাতিবাগানে তার কোনও ছাপ নেই।
এলাকায় মল তো বটেই রাস্তায় নেমে কেনাকাটা করছেন মানুষজন।
প্রচুর লোকজন রাস্তায় নেমে পড়ায় আগের মতোই জ্যাম, গাড়িঘোড়া বন্ধ। পুজোর পুরনো ছবি ফিরেছে উত্তর কলকাতার এই অঞ্চলে।