করোনাসুর বধে দশভূজা, নবরাত্রিতে চিকিৎসক-রূপে মাতৃবন্দনা
নিজস্ব প্রতিবেদন: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। বাংলায় আর ক'দিন পর দুর্গোৎসব। নবরাত্রিতে পূজিত হন দুর্গার ৯ অবতার। করোনাভাইরাসের প্রার্দুভাবে দশভূজা এখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নবরাত্রির শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই 'দশভূজা' চিকিৎসকের ছবি।
ভারতে কোভিড আক্রান্ত বাড়ার পর থেকে দিনরাত নিরলস পরিশ্রম করছেন ডাক্তাররা। বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী প্রাণ হারিয়েছেন। নেটিজেনরা বলছেন, ডাক্তাররাই এখন ঈশ্বরের রূপ।
অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুন্ডেন্টস অ্যাসোসিয়েশন একটি টুইট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, এক চিকিৎসক রোগীর মুখে অক্সিজেন মাস্ক ধরে রয়েছেন। দশ হাতে চিকিৎসা সরঞ্জাম।
উৎসবের পরে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বার্তা দিচ্ছেন, নিয়ন্ত্রিত উৎসব উদযাপন করুন। দোহাই সুপার স্প্রেডার হবেন না।
ভারতে এখনও পর্যন্ত ৬৫,২৪,৫৯৬ জন মানুষ করোনামুক্ত হয়েছেন। মৃত্যুর হার কমে হয়েছে ১.৫২ শতাংশ।