DVC Releasing Water: আজ সকালেও ড্যাম থেকে বিপুল জল ছেড়েছে ডিভিসি! বন্যা-পরিস্থিতি কি আরও খারাপ হল?
আজ, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মাইথন ৬ হাজার কিউসেক জল ছেড়ছে।
আর আজ, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পাঞ্চেত জলাধার ১৬ হাজার কিউসেক জল ছেড়েছে।
আজ সকালের দিকে, সকাল ৮টা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ এরকম: 'এলএমবিসি' বা 'লেফ্ট ব্যাংক মেইন ক্যানাল' থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। 'আরএমবিসি' বা 'রাইট ব্যাংক মেইন ক্যানাল' থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৩৬৫৫০ কিউসেক জল।
আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ: দুর্গাপুর ব্যারাজের 'এলএমবিসি' থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। দুর্গাপুর ব্যারাজের 'আরএমবিসি' থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৪০৭৫০।
এদিকে ডিভিসি নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চলছেই। মোদী-মমতা চিঠি চালাচালি চলছেই।
কিন্তু বরাবরই আমরা সবাই জানি, রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষগুলির দুর্দশা চোখে দেখা যায় না। পুজোর আগে তাঁদের ঘর-সংসার ভেসে গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)