রক্ত সঙ্কটে প্রৌঢ়া, এক ফোনেই বাঁশদ্রোণীর বাড়িতে রক্ত পৌঁছে দিল DYFI
মৌমিতা চক্রবর্তী: মানবিক, করোনা সতর্কতায় বন্ধ ব্লাড ডোনেশন। লকডাউন পরিস্থিতিতে প্রৌঢ়াকে সাহায্য করল DYFI
এদিন রক্তের সঙ্কটে সমস্যায় পড়েন শিখা রায় নামে বাঁশদ্রোণীর এক প্রৌঢ়া।
হিমোগ্লোবিন কম থাকায় তাঁর শীঘ্রই রক্তের প্রয়োজন ছিল।
সেই সময় প্রৌঢ়া DYFI-তে ফোন করে সাহায্য চান।
তারপরই DYFI-এর যুব কর্মীরা প্রৌঢ়ার বাড়িতে রক্ত পৌছে দেন।