হঠাত্ কেঁপে উঠল মাটি, প্রবল আতঙ্ক ছড়াল ভারতের এই ভূখণ্ডে
গত ১ এপ্রিল পরপর ৯ বার কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গত ২১ মে ও ২৩ মে-তেও কম্পন অনুভূত হয়েছিল। শনিবার ফের কেঁপে উঠল ভারতের এই ভূখণ্ড।
শনিবার গভীর রাতে হঠাত্ করেই কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রাত ২টো ৫২ নাগাদ ওই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া দফতরের মতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬।
কম্পনের উত্স ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
এখনও পর্যন্ত ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।