ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত। করোনার মাঝে নতুন করে ছড়াল আতঙ্ক।
বুধবার সকাল সাতটা বেজে দশ মিনিটে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
এখনও পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। করোনার আতঙ্কে মানুষ জেরবার। তার মধ্যে ভূমিকম্পের জেরে ত্রস্ত সীমান্ত লাগােয়া এলাকার মানুষজন।
লকডাউনের মাঝে পাঁচবার কেঁপে উঠেছে দিল্লি। গত সপ্তাহেও দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছিল।
লকডাউনের জন্য মানুষ এখন ঘরবন্দি। তার মধ্যে ভূমিকম্প। তাই আতঙ্ক ছড়াচ্ছে বেশি। এর আগে দিল্লি, নয়ডা এলাকতেও ভূমিকম্পের সময় লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছিলেন।