Earthquake: সাতসকালে বঙ্গোপসাগরে ভূমিকম্প!
জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: ফের ভূমিকম্প। সোমবার সকালে কেঁপে উঠল বঙ্গোপসাগরের তলদেশ।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড হয়েছে ৫.১। এদিন সকালে সাড়ে ৮টা নাগাদ ভূমিকম্প হয় বঙ্গোপসাগরে।
বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের উৎসস্থল ছিল পুরী থেকে ৪২১ কিলোমিটার পূর্বে ও ভুবনেশ্বর থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের ফলে উদ্ভূত কম্পন টের পাওয়া গিয়েছে ঢাকা সহ বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও। প্রসঙ্গত, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের খুব কাছে।