তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত সমস্ত শহর! গোটা এপ্রিল জুড়েই বারবার কেঁপেছে মাটি...

Soumitra Sen Tue, 23 Apr 2024-4:22 pm,

তাইওয়ানের ভূমিকম্প-বিধ্বস্ত পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েন সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে কয়েক ডজন আফটারশকে বিপর্যস্ত হয়েছিল।

মূলত গ্রামীণ এবং অল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েনে ৩ এপ্রিল একটি ৭.৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে কমপক্ষে ৪ জন মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন প্রায় ৭০০ জন। 

এরপর থেকে ১০০০ টিরও বেশি আফটারশক হয়েছে। রাজধানী তাইপেই সহ উত্তর, পূর্ব এবং পশ্চিম তাইওয়ানের বড় অংশ জুড়ে বিল্ডিংগুলি সারা রাত ধরে কেঁপে ওঠে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ৬.৩ মাত্রার ছিল।

তাইওয়ানের এবারের ভূমিকম্পের উৎস ছিল ৮৭ কিলোমিটার গভীরে!

সিসমোলজিক্যাল সেন্টারের তরফে বলা হয়েছে, আফটারশকগুলি ঘনীভূত শক্তির মুক্তি এবং আরও এইরকম ঘটনা ঘটতে পারে। 

এই সপ্তাহে সমস্ত তাইওয়ানের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। 

তাইওয়ান দু'টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এবং ভূমিকম্পপ্রবণ। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মৃত্যু ঘটেছিল!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link