নতুন বছরের প্রথম দিনেই বিপর্যয়! তীব্র ভূমিকম্পে জারি সুনামি-সতর্কতা...
গতকাল রাত ১২টার পরেই বর্ষবরণে নেচে উঠেছিল গোটা বিশ্ব। কিন্তু পরদিন, আজ সকালেই মনখারাপের খবর।
কেঁপে উঠল জাপানের মাটি। তীব্র মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.৪।
জাপানের আবহাওয়া দফতর এর জেরে সুনামি-সতর্কতা জারি করেছে।
ইশিকাওয়া, নিগাতা, টয়্যামা প্রিফেকচারের উপকূল-অঞ্চলের জন্য বিশেষ করে এই সতর্কতা জারি করা হয়েছে।
হকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়ছে, তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলিতে কোনও ক্ষয়ক্ষতি ঘটেছে কিনা তা দেখছে।
এদিকে জাপানের উপকূল-অঞ্চলে সুনামির ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এপিসেন্টারের ৩০০ কিমির মধ্যে একটু বিশ্রী ধরনের সুনামির আশঙ্কাই করা হয়েছে।